- Certified Teacher in the State of Texas – certification is in Language Arts and Social Studies with a specialization in Education for Special Needs Children
- A full-time teacher at the Bee Cave Middle School with over 5 years of teaching experience
- M.Ed. degree from Concordia University, Texas
- M.A. and M.Phil. degrees in History from Calcutta University, India
- Years of teaching spoken English at the Ramakrishna Mission Institute of Culture, Calcutta, India
- Grader for Pearson Education SAT English Essays
- Passionate about everything Bengali – language, literature, arts, music, dance, movies, and food
- Trained artist – use visual methods and art forms for teaching
- Personal goal – to bring the best out in each student through compassionate teaching
বাংলা ভাষার প্রতি বরাবরই আকর্ষণ এবং আগ্রহ ছিল খুব ছোট থেকেই। বাবা ছিলেন ইংরেজি সাহিত্যের অধ্যাপক, কিন্তু বাংলা ভাষার প্রতিও ছিলেন অত্যন্ত যত্নশীল। খুব ছোট থেকে জন্মদিন মানেই অনেক বই উপহার পাওয়া আর তার সাথে সাথে বই পড়ার অভ্যাস বাবার হাত ধরেই।
আজ পঁচিশ বছরের উপর আছি আমেরিকা যুক্তরাষ্ট্রে আর বাংলার প্রতি টান টা যেন প্রতিদিন একটু একটু করে বেড়েই চলেছে। আজ মনে হয় আমাদের পরের প্রজন্ম বা তাদেরও পরের এবং আরও অনেক অনেক পরের প্রজন্ম সত্যি কি ভুলে যাবে বাংলা আর বাংলার অমূল্য সাহিত্য সম্পদ?
আমরা যারা বাংলা র বাইরে থেকেও চাইছি আমাদের ছেলেমেয়েদের শেখাতে বাংলা ভাষা, তাদের জন্য সহজ-পাঠ আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা। তোমরা যারা সাথে আছো, আমাকে উৎসাহ দিচ্ছো, তাদের সবাই কে আমার আন্তরিক ধন্যবাদ।
এসো, বাংলা তে কথা বলতে শিখি, লিখতে আর পড়তে শিখি, আর অনেক অনেক গল্প শুনি।
Maitreyi